স্বাস্থ্যখাত ও আমাদের বর্জন কর্মসূচি
সত্যি বলতে লেখতে ইচ্ছা করেনা। কারন মতামত যাই দেই মানুষ পড়ে না। আর নয়তো সাড়া পাই না। যাইহোক, একটা বিষয় মাথায় আসলো তাই লেখতে বসলাম। সেটা হলো আমাদের স্বাস্থ্য খাত। সবটা লেখা পড়ে তারপর মন্তব্য করবেন। আমি পিনাকি ভট্টাচার্যের সব ভিডিওই দেখি। অনেক ইনফর্মেটিভ। উনি মানুষ হিসেবেও অনেক দূরদর্শী। তো উনার ভিডিওতে উনি আক্ষেপ করে বলেছিলেন যে বাংলাদেশি ডাক্তারদের কাছে পাঠাতে মন চায় না উনার। কারনটা সবারই জানা। এরপরেও ভারত বর্জনের সমাধান স্বরুপ উনি থাইল্যান্ড অথবা মালয়েশিয়ায় যেতে বলেছেন। আসুন দেখে নেই। বাংলাদেশ থেকে থাইল্যান্ডের ট্রাভেল কস্ট কত? আমি ডলারে দেখাচ্ছি আপনারা টাকায় কনভার্ট করে নিয়েন। উল্লেখ্যা গুগলের হিসাব মতে ১ ডলার = ১০৯.৭৪ টাকা। বাংলাদেশ থেকে থাইল্যান্ড বাস বা ট্রেইন সুবিধা নেই। বিমান বা নৌ পথ। নৌ পথে রোগী আনা নেয়া করাটা বিপজ্জনক। আর বীমানে শুধু যেতেই লাগে $300। শুধু যেতেই এই টাকা। আর আসা যাওয়া মিলিয়ে ৬০০ থেকে ১০০০ ডলার। এটা মিনিমাম কস্ট। আরো বেশিও লাগতে পারে। আমি শুধু সৌদি আরব ভ্রমণ করেছি। সেখানে একটা মিনিমাম আইডিয়া করে রিয়াল নিয়েছিলাম। আল্লাহর রহমতে আমার সমস্যা হয় নাই, কিন্তু আমার সাথী ...