Posts

Showing posts from August, 2019

বাংলাদেশের সামরিক খাতে ভারতের গোড়া রাজনীতি

Image
লেখা শুরুর আগে কিছু কথা বলেনেই.... রোহিঙ্গা ইস্যু - আমি সেয়ার দিচ্ছি, আপনি সেয়ার দিচ্ছেন। আমরা সবাই সেয়ার দিচ্ছি! - এরা এখন অসহ্য হয়ে গেছে! -- আর ভালো লাগছে না!…. এখন দেশ থেকে বিতারিত করতে হবে! . অথচ, আমরা কাশ্মীরের জনগণের জন্য নিজের জীবন দিয়ে দিচ্ছি। গাজওয়ায়ে হিন্দের অপেক্ষা করছি! -- কাশ্মীরের জনতার সাথে যা করছে মোদি - অং সান সুচি কিন্তু তাই করেছিলো! -- স্থানটা ভিন্ন!… একটার নাম রাখাইন আর আরেকটার নাম কাশ্মীর! . আমরা কি আদৌ কাশ্মীরের মুসলিমের জন্য কাঁদছি??? না কাশ্মীরের জন্য কাঁদিছি না। -- আমাদের আচরণটা আসলে একটা জেদ! ভারতের প্রতি ঘৃণার একটা বহিঃপ্রকাশ! . কারন, দেশের ৮% জনতা যখন দিল্লীর দালাল সরকারের বরাতে দেবতা মোদির ক্ষমতা দেখিয়ে যখন ৯০% জনতার সামনে মোড়লগিরি দেখাচ্ছে, তা কি আর সইবে? . কিছুতো আছে একবারে কট্টরপন্থী! এসব **য়োরের বাচ্চাদের জন্য তো কোন কথাই বলা যায় না! ধরুন, ভারত নিয়ে কোন একটা মন্তব্য করলাম তো এরা ধর্ম নিয়ে গালিগালাজ শুরু করে দেয়!!!! চাইলে আমিও অনেক কিছুই বলতে পারতাম!!! কিন্তু, ---- থাক আর বললাম না! . এরা একটা কথাই বলে, একমাত্র ভারতের জন্যই আমরা স্বাধীন হয়েছি!...

পারমাণবিক বোমা নাকি হাইড্রোজেন বোমা। কোনটা বেশি শক্তিশালী?

Image
ভার্সিটিতে ডিপার্টমেন্টের বড় ভায়ের সাথে এই বিষয়ে তুমুল বিতর্কে লেগেছিলাম। কোনটা বেশি শক্তিশালী, পারমানবিক বোমা নাকি হাইড্রোজেন বোমা। আমি ঠিক ভাবে জানতাম না। শুধু ভায়ের ফোকাসে আসার জন্যই এই বিতর্কটা করেছিলাম। হয়ত ভাই সেটা বুঝতে পেরেছিলেন। তাই এই বিষয়ে বেশি কিছু বলেন নি আমাকে। শুধু বলেছিলেন এই দুটি বিষয় সম্পর্কে ভালো ভাবে জেনে উনার রুমে গিয়ে কি শিখলাম সেটা জানাতে। নয়ত অযথা তর্ক করার কারনে কঠোর শাস্তি দিবেন। — ভাই তো গ্রাজুয়েশন সম্পন্ন করে বেড়িয়ে গেছেন। কিন্তু, তার জন্য আমি এই বিষয়টা ভালো ভাবেই শিখে নিয়েছিলাম! — যাক, মূল বিষয়ে আসি। পারমানবিক বোমা ও হাইড্রজেন বোমার মাঝে হাইড্রজেন বোমা পারমানবিক বোমার চেয়ে ১০০০ গুন বেশি শক্তিশালী। আসুন, আলোচনা করি…… . পারমানবিক বোমাঃ. আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তানের মাঝে যুদ্ধ শুরু হয়েছে। দুই দেশই পারমাণবিক শক্তি সম্পন্ন! কিছুদিন পর পর পাকিস্তান নয়ত ভারত, একে অন্যকে পারমানবিক হামলার হুমকি দিয়ে থাকে। আমরা সবাই জানি পারমাণবিক বোমা কতটা বিধ্বংসী। হিরশিমা এবং নাগাসাকি তার উদাহরণ। বলা হয়ে থাকে, গোটা বিশ্বে যে পরিমান পারমানবিক বোমা মজুদ আছে, তা দিয়...