Posts

Showing posts from September, 2019

মহররম - ইসলামের দুঃখের দিন

Image
এই মহররম আমাদের আরো একটি ব্যাপার মনে করিয়েদেয়.... সেটা হলো "মুনাফেকি ".... যারা হুসাইন (রা.) কে নির্মম ভাবে হত্যা করেছিলো, তারা সবাই ছিলো মুসলিম!!! তাদের সবারই মুখে ছিলো নবীজি (সা.) এর সুন্নত দাড়ি!!!! -- কিন্তু, এই মুনাফেকরাই আমাদের নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) এর প্রিয়তম দৌহিত্র হযরত হুসাইন (রা.) নির্মম ভাবে হত্যা করে!!!! . হত্যার সময় যখন হযরত হুসাইন (রা.) বার বার মনে করিয়ে দিচ্ছিলেন, যে তিনিই নবী মুহাম্মাদ (সা.) এর প্রিয় নাতিন.... তখন সেই সকল মুনাফেকরা হুসাইন (রা.) এর কথায় কর্ণপাত না করে বলেছিলো " তাড়াতাড়ি করো, আমাদের আসরের নামায পড়তে হবে"!!!!! এই ক্ষমতালোভী ইয়াজিদের জন্যই আমরা ইসলামের একজন ইমামকে হারিয়েছি!!!!! লানত রইলো এর প্রতি!!!! এই মুনাফেকের প্রতি!!!! . যুগে যুগে মুনাফেকরা এসেছিলো, এখনো এসেছে আবার ভবিষ্যতেও আসবে!!!! আমাদের এদের ব্যাপারে সাবধান থাকতে হবে। . আল্লাহ আমাদের মহররমের মর্ম বোঝার ও এর আমল করার তৌফিক দান করুক। আমিন।

উগ্র হিন্দুত্ববাদী ইস্কন

Image
ইস্কন বা, ISKCON = International Socity for Krishna Consciousness!!! ১৯৬৬ সালে এইটী আমেরিকার নিউইয়র্ক শহরে প্রতিষ্ঠিত হয়!! এর প্রতিষ্ঠাতার নাম স্বামী প্রভুপাত!! ইস্কন ভক্তদের মতে প্রভুপাত সাহেব মাত্র হাতে একটি ছাতা আর একটি কাপড়েড় থলে নিয়ে নিউইয়র্কে যান গিয়ে , তারপর এই সংগঠন প্রতিষ্ঠা করেন!!! ইস্কনের মূল মন্ত্র হলো "নির্যবন করো আজি সকল ভূবন" মানে, > ভূবন মুসলিম মুক্ত করো!!! (নির্যবন শব্দের অর্থ মুসলিম)। এটা চানক্যের মূল মন্ত্র ছিল!!! . বলা হয়ে থাকে এটা ইহুদি সংগঠন!!! আবার কেউ বলে এটা নাকি হিন্দু-মুসলিম সম্পৃতি নষ্ট করার জন্য সকল নষ্টের গোড়া আমেরিকার কন্ট্রোলে এটা নাকি চলে!!! আবার কেউ বলে দুনিয়া জুরে হিন্দুত্ববাদ প্রচার করার জন্যই নাকি এই ইস্কন প্রতিষ্ঠা করা হয়েছে!!! - আমি বলি যে , এটা কিসের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে জানিনা!! জানার ব্যাপারে যতটুকু জানলাম তাতে ইস্কনের সম্পূর্ন মুসলিম বিদ্বষী আচরন গুলোই জানতে পারলাম!!! . আসলে ইস্কনের ব্যাপারে লিখলে অনেক কিছুই লিখতে পারি!!! কিন্তু, অতটাও ম্থা গরম করলাম না!!! কারন আমার টাইমলাইনে ইস্কন নিয়ে লিখার ব্যপারে যখন এনাউন্স করে ছিলাম,...