মহররম - ইসলামের দুঃখের দিন

এই মহররম আমাদের আরো একটি ব্যাপার মনে করিয়েদেয়.... সেটা হলো "মুনাফেকি ".... যারা হুসাইন (রা.) কে নির্মম ভাবে হত্যা করেছিলো, তারা সবাই ছিলো মুসলিম!!! তাদের সবারই মুখে ছিলো নবীজি (সা.) এর সুন্নত দাড়ি!!!! -- কিন্তু, এই মুনাফেকরাই আমাদের নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) এর প্রিয়তম দৌহিত্র হযরত হুসাইন (রা.) নির্মম ভাবে হত্যা করে!!!!
.
হত্যার সময় যখন হযরত হুসাইন (রা.) বার বার মনে করিয়ে দিচ্ছিলেন, যে তিনিই নবী মুহাম্মাদ (সা.) এর প্রিয় নাতিন.... তখন সেই সকল মুনাফেকরা হুসাইন (রা.) এর কথায় কর্ণপাত না করে বলেছিলো " তাড়াতাড়ি করো, আমাদের আসরের নামায পড়তে হবে"!!!!! এই ক্ষমতালোভী ইয়াজিদের জন্যই আমরা ইসলামের একজন ইমামকে হারিয়েছি!!!!! লানত রইলো এর প্রতি!!!! এই মুনাফেকের প্রতি!!!!
.
যুগে যুগে মুনাফেকরা এসেছিলো, এখনো এসেছে আবার ভবিষ্যতেও আসবে!!!! আমাদের এদের ব্যাপারে সাবধান থাকতে হবে।
.
আল্লাহ আমাদের মহররমের মর্ম বোঝার ও এর আমল করার তৌফিক দান করুক। আমিন।

Comments

Popular posts from this blog

DevSecOps - Beginners guide

The Cloud Is More Vulnerable Than You Think

DSA