Posts

Showing posts from October, 2019

জান্নাতে পুরুষরা হুর পেলে মহিলারা কি পাবে?

Image
নাস্তিকরা অনেক সময় একটা প্রশ্ন করে, -- জান্নাতে পুরুষরা ১০০ জন হুর পাবে, আর তাঁর স্ত্রী হবে সেই সকল হুরদের রাণী। কিন্তু, যেসকল নারীদের স্বামী জাহান্নামে যাবে, তারা কি পাবে?  কোরআনে নারীদের এই ব্যাপারে কিছু বলা নেই কেন?  তাহলে কি আল্লাহ নারীদের ব্যাপারে বৈষম্য করলেন? . . ইউটিউবে অনেক আলেম দেখলাম তাদের মনগড়া উত্তর দিয়েছে। তা নিয়ে নাস্তিক+বিধর্মীরা যথেষ্ট পরিমান হাসি তামাসা করেছে। সত্যিই, এসব হাসি তামাসা দেখে খুব রাগ হয়েছিলো। আমি এর উত্তর খুঁজতে লাগলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মনের এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছন। একটা ব্যাপার হলো, আমার মনের এমন কোন প্রশ্ন নেই, যার উত্তর আল্লাহ দেন নাই! এটার উত্তরও পেয়েছি আলহামদুলিল্লাহ। . ড. জাকির নায়েক তাঁর লেকচারে এই ব্যাপারে কথা বলেছিলেন। জান্নাতে পুরুষরা পাবে হুর, তাহলে মহিলারা কি পাবে? -- আসলে মহিলারাও এই হুরই পাবে। হুর শব্দটি কোন স্ত্রীবাচক শব্দ নয়। এটা কমন জেন্ডার। আরবি ব্যাকরণে হুর একটি কমন জেন্ডার। হুর শব্দের দ্বারা সুন্দর চক্ষু বিশিষ্ট কাউকে বুঝানো হয়েছে। পাকিস্তানি কোন লেখক (নামটা মনে করতে পারছি না) তার কবিতায় হুরকে স্ত্রী লিঙ্...