Posts

Showing posts from November, 2019

চীনে উইঘুর মুসলিমদের উপর দমন-পীড়ন ও হুই মুসলিম জাতি

Image
স্বাধীনতার পর থেকে চীন হচ্ছে অন্যতম দেশ, যারা কিনা বাংলাদেশের সামরিক ও অর্থনৈতিক উভয় দিক দিয়ে সহায়তা করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী চাইনিজ ও রাশিয়ান সামরিক অস্ত্র ব্যাবহার করে অভ্যস্ত। এছাড়াও দেশের বহু রাষ্ট্রীয় উন্নয়ন মূলক নির্মাণের সাথে এই চীন ওতোপ্রোতো ভাবে জড়িত। এছাড়াও দেশের নৌবাহিনী হচ্ছে অন্যতম শক্তিশালী নৌবাহিনী। এই নৌবাহিনীর ৬টা ফ্রিগেটের সবগুলোই চীন ও রাশিয়ার থেকে আনা। এক কথায় দেশের উন্নয়নে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর স্বাধীনতার সময়কালের বন্ধু রাষ্ট্র ভারত করছে শোষকের ভূমিকা। যাইহোক, দেশের উন্নয়নে যতই ভূমিকা দেখাক চীন ও রাশিয়া, রোহিঙ্গা ইস্যুতে এই চীন ও রাশিয়া বাংলাদেশের বিরোধিতা করেছে। ভারত নিউট্রাল আর আমেরিকা সরাসরি সমর্থন দিয়েছে। -- ইদানীং কানাঘুঁষায় শুনতে পাচ্ছি বাংলাদেশ সামরিক দিক দিয়ে আমেরিকার উপর অনেকটাই নির্ভর করতে শুরু করেছে। তারা নাকি এপাচি অ্যাটাক হেলিপ্টারও অর্ডার করেছে। সাথে আছে "এ" গ্রেড মিসাইল। এসবই শোনা কথা! যাক, চীন আমাদের অনেক সহায়তা করছে, এটা একদম সত্য। তারা আমাদের নীরব বন্ধু! কিন্তু একজন মুসলিম হিসেবে তাদের অনেক আচরণেরই চরম বি...