পরাশক্তি ফ্রান্সকে হারানো কি আদৌ সম্ভব?
ফ্রান্স এমন একটি দেশ, যার সামরিক সক্ষমতা আকাশ চুম্বী। ICBM, নিউক্লিয়ার ওয়েপনস সহ এমন কিছু বাদ দেই যা তাদের সামরিক বহরে নেই। আধুনিক সামরিক সরঞ্জাম সহ তারা এখন ৫ম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট সামরিক বহরে যুক্ত করার চেষ্টা করছে। বিশ্ববিখ্যাত রাফালে ফাইটার জেট ফ্রান্সে নির্মিত হয়। কিন্তু এই ফ্রান্সের যুদ্ধের ইতিহাস বড়ই করুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার সর্বপ্রথম ফ্রান্সে আক্রমণ করে ফ্রান্সকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। ব্যটেল অফ ফ্রান্স এর ঘটনা সবাই জানে। হিটলারের অপারেশন ডায়নামো নামের অভিযানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রবাহিনীর মোট ৩৪ লাখ সেনা পলায়ন করেছিলো। ভিয়েতনাম যুদ্ধে চরম মূল্য দিয়ে বিদায় নেয় ফ্রান্স। আলজেরিয়ার সাথে ৭ বছরের চলমান যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে বিদায় নেয় ফ্রান্স। ইতিহাসের সবচেয়ে জঘন্য গণহত্যা আলজেরিয়ায় চালিয়েছিলো ফ্রান্স। মোট ১৫ লাখ মানুষকে হত্যা করে তারা। কিন্তু আজজেরিয় দের প্রচন্ড আক্রমণের মুখে ফিরে আসে তারা। এরপর ন্যাটোর সদস্য হওয়ার পর বসনিয়ার যুদ্ধে ফ্রান্সের একটি ইউনিট যায় যুদ্ধ করতে এবং চরম মাইর খায়ে ফিরে আসে। সব শেষে একটাই কথা, ফ্রান্স যত শক্তিশালীই হোক...