Posts

Showing posts from March, 2021

মোদি ও আমরা

Image
আমরা যতোই মোদি হটাও বলে প্রটেস্ট করি না কেন, সত্য এটাই যে আমাদের নিজেদেরই ঠিক নাই। আমরা মোদিকে ঘৃণা করি কেন? ভারতে তার নেতৃত্বে মুসলিমদের উপর অত্যাচারের স্টিমরোল চলছে। গুম-খুন হচ্ছে। মোদি একটা মুসলিম বিদ্বেষী। --- এটাই তো মূল কথা? হ্যা, এটাই মূল। অন্য কোন কারন নেই। তবে এবার আমি কিছু কথা বলি.... সবই মেনে নিলাম। মুসলিম ভ্রাতৃত্বের কারনেই আজ ঐ নাফরমানের প্রতি আমাদের এতো ঘৃণা। কিন্তু, যেই মুসলিম ভাইদের প্রতি সে এই অত্যাচার চালাচ্ছে, তাদের জন্য কয়বার আন্দোলন করেছি। কয়বার কঠোর প্রতিবাদ করেছি? না একবারও করিনি। একবারও না। যদি করতাম, তবে বিশ্বের সামনে ঢালাও ভাবে প্রচার হতো ভারতীয় উগ্র হিন্দুদের আসল চেহারা। এই মোদি প্রশাসন আন্তর্জাতিক ভাবে একটু হলেও চাপে পড়তো।  আজ আমরা কিছু না করেও নাকি হিন্দুদের উপর অত্যাচার করি। তারপর তিল থেকে তাল আর তারপর ভারতে মানববন্ধন। আন্দোলন। তাহলে আমাদের ভ্রাতৃত্ব বোধ থেকে আন্দোলন - প্রতিবাদ কোথায়? নাকি সবই লোক দেখানো। মোদির বাংলাদেশে আসা বন্ধ হলে কি ভারতের মুসলিম নির্যাতন বন্ধ হবে? জয় শ্রীরাম নামক কুফরি ধ্বনি না দেয়ায় যেসকল মুসলিম ভায়েদের হত্যা করা হয়েছে, সেসব হত্য...