কেমন আছে পাকিস্তানে বসবাসরত বাঙালিরা?
Youtube এ অনেক চ্যানেল দেখি। পাকিস্তানি চ্যানেল। তো, সেসব চ্যানেলের ইউটিউবাররা বাংলাদেশ নিয়ে ভিডিও বানায়। দেখায় পাকিস্তানি মানুষেরা বাংলাদেশের প্রতি অনুতপ্ত। তারা ১৯৭১ সালের নির্মমতার পরিবর্তে সেইসব নরপিশাচ শাসকগোষ্ঠীদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে। পাকিস্তানিরা সত্যিই নাকি খুব অনুতপ্ত! তাহলে এবার আমি কিছু মন্তব্য করি। করাচি শহরে মোট ১৩২টি বাংলাদেশি কলোনি আছে। তাদের মাঝে নাম করা কিছু কলোনি হলো, মাচ্ছি কলোনি, বাংলা বাজার কলোনি, বাংলা কলোনি, মুসা কলোনি, ইব্রাহিম কলোনি। যার মাঝে টোটাল ২০ লক্ষ বাংলদেশি বাস করে। কিন্তু, দুঃখ জনক হলেও সত্য, এসব মানুষেরা খুবই মানবেতর জীবন যাপন করে। ১৯৪৭ এ দেশ ভাগের পর অনেক বাঙালি ঐ দেশে গিয়েছিলেন চাকরির জন্য, অনেকেই ব্যাবসা, মাছ ধরার সহ বহুবিধ কাজে। দেশ স্বাধীন হবার পরে অনেক বাংলাদেশিই ফিরতে পারেনি। এরপর তারাই সেখানে বসবাস শুরু করে। পয়সার অভাবে না আসতে পারা অনেক বাঙালির জীবন আজ দুর্বীসহ। ভারতকে নিয়ে পাকিস্তান দমন করায় সেই সব বাংলাদেশিদের পাকিস্তানিরা গাদ্দার বলে ডাক দেয়। "গাদ্দার"! স্বাধীনতা অর্জন করায় বাঙালি নাকি "গাদ্দার"। সেসব বাংলাদ...