Posts

Showing posts from May, 2020

কেমন আছে পাকিস্তানে বসবাসরত বাঙালিরা?

Youtube এ অনেক চ্যানেল দেখি। পাকিস্তানি চ্যানেল। তো, সেসব চ্যানেলের ইউটিউবাররা বাংলাদেশ নিয়ে ভিডিও বানায়। দেখায় পাকিস্তানি মানুষেরা বাংলাদেশের প্রতি অনুতপ্ত। তারা ১৯৭১ সালের নির্মমতার পরিবর্তে সেইসব নরপিশাচ শাসকগোষ্ঠীদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে। পাকিস্তানিরা সত্যিই নাকি খুব অনুতপ্ত! তাহলে এবার আমি কিছু মন্তব্য করি। করাচি শহরে মোট ১৩২টি বাংলাদেশি কলোনি আছে। তাদের মাঝে নাম করা কিছু কলোনি হলো, মাচ্ছি কলোনি, বাংলা বাজার কলোনি, বাংলা কলোনি, মুসা কলোনি, ইব্রাহিম কলোনি। যার মাঝে টোটাল ২০ লক্ষ বাংলদেশি বাস করে। কিন্তু, দুঃখ জনক হলেও সত্য, এসব মানুষেরা খুবই মানবেতর জীবন যাপন করে। ১৯৪৭ এ দেশ ভাগের পর অনেক বাঙালি ঐ দেশে গিয়েছিলেন চাকরির জন্য, অনেকেই ব্যাবসা, মাছ ধরার সহ বহুবিধ কাজে। দেশ স্বাধীন হবার পরে অনেক বাংলাদেশিই ফিরতে পারেনি। এরপর তারাই সেখানে বসবাস শুরু করে। পয়সার অভাবে না আসতে পারা অনেক বাঙালির জীবন আজ দুর্বীসহ। ভারতকে নিয়ে পাকিস্তান দমন করায় সেই সব বাংলাদেশিদের পাকিস্তানিরা গাদ্দার বলে ডাক দেয়। "গাদ্দার"! স্বাধীনতা অর্জন করায় বাঙালি নাকি "গাদ্দার"। সেসব বাংলাদ...

কারুন লেক

Image
মিশরের Faiyum Governorate নামক শহরে ঐতিহাসিক কারুন লেক অবস্থিত।  মুসা (আ.) এর চাচাত ভাই কারুনের নামানুসারে এই লেকের নাম হয় কারুন লেক। অভিশপ্ত কারুন আল্লাহর গযবে পতিত হয়। সে জীবন্ত অবস্থায় মাটির গভীরে চলে যায়। মানে মাটি তাকে জীবন্ত অবস্থায় গ্রাস করে নেয়। অত্যন্ত ধনী ছিলো এই কারুন। প্রচুর ধন-সম্পদ থাকার পরেও সেই সম্পদ হতে সে গরীবের হক্ব আদায় করতো না। মানে যাকাত দিতো না। মহান আল্লাহর নির্দেশে মুসা (আ.) তার নিকট যাকাতের দাওয়াত নিয়ে গেলেও কারুন অহংকারের সাথে তা প্রত্যাখ্যান করে। মুসা (আ.) তার বিরোধিতা করায় কারুন এতটাই উগ্র হয়ে উঠে যে অনেক ভাবে সে সীমালঙ্ঘন করতে থাকে। সে দুশ্চরিত্রা মেয়েকে মুসা (আ.) এর বিরুদ্ধে অপপ্রচার রটাতে রাজার নিকট পাঠায়, কিন্তু আল্লাহর অসীম কুদরতে সেই মেয়ে রাজার সামনে গিয়ে মিথ্যা অপপ্রচারের পরিবর্তে কারুনের সব অপকর্মের কথা বলে দেয়। সব শেষে কারুন বিভিন্ন ধনী ব্যাক্তিদের নিয়ে হযরত মুসা (আ.) এর বিরুদ্ধে দল গঠন করতে থাকে। তার কৃতকর্মে আল্লাহ এতটাই ক্ষুব্ধ হন যে মুসা (আ.) কে বলেন "হে মুসা জমিনকে আমি তোমার অধীনস্হ করে দিলাম। অতএব তুমি যা নির্দেশ দিবে তাই করবে।" -...