সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয় সমুহ খুলে দেয়াটা আদতে কতটা যৌক্তিক?
করোনার করাল গ্রাসের শিকার বাংলাদেশের শিক্ষার খাত। সেই মার্চ মাস হতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অপর দিকে সময়ের সাথে সাথে দেশের সব কিছু খুলে দেয়া হলেও বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এর কারন হিসেবে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির কথা বলা হয়েছে। আসলে এই সিদ্ধান্ত কে আমিও সমর্থন করি। কেননা আমরা যতই স্বাস্থ্য বিধির কথা বলি না কেন, সেটা আসলে অতটাও মানা হয় না , যতটা প্রয়োজন। চাইলেও মানা হয় না। মানুষের স্বভাবগত বৈশিষ্ট্যের জন্যই মানুষ মানতে পারে না। এরই মাঝে বিভিন্ন গনমাধ্যমের বরাতে জানতে পারছি সেপ্টেম্বরের মাঝামাঝি অথবা শেষ দিকে হয়তোবা বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হতে পারে বলে প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে । ধারনা করা হচ্ছে ঐ সময় নাকি বাংলাদেশের করোনা পরিস্থিত স্বাভাবিক হয়ে আসবে। আর এই সংবাদ শোনার পর অনেক শিক্ষার্থীদের মাঝেই চাপা ক্ষোভ বিরাজ করছে! কেননা, বর্তমানে বাংলাদেশে সরকারি হিসেবে করোনা আক্রান্তের মোট সংখ্যা ২৭১৮৮১ জন। মোট মৃত্যু ৩৫৯১ জন । যা বর্ধনশীল। এরই মাঝে দেশের স্বনামধন্য বহু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মৃত্যু বরন করেছেন। যেমন করোনাভাইরাসে আক্রান্ত ...