Posts

Showing posts from August, 2020

সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয় সমুহ খুলে দেয়াটা আদতে কতটা যৌক্তিক?

Image
 করোনার করাল গ্রাসের শিকার বাংলাদেশের শিক্ষার খাত। সেই মার্চ মাস হতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অপর দিকে সময়ের সাথে সাথে দেশের সব কিছু খুলে দেয়া হলেও বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এর কারন হিসেবে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির কথা বলা হয়েছে। আসলে এই সিদ্ধান্ত কে আমিও সমর্থন করি। কেননা আমরা যতই স্বাস্থ্য বিধির কথা বলি না কেন, সেটা আসলে অতটাও মানা হয় না , যতটা প্রয়োজন। চাইলেও মানা হয় না। মানুষের স্বভাবগত বৈশিষ্ট্যের জন্যই মানুষ মানতে পারে না। এরই মাঝে বিভিন্ন গনমাধ্যমের বরাতে জানতে পারছি সেপ্টেম্বরের মাঝামাঝি অথবা শেষ দিকে হয়তোবা বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হতে পারে বলে প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে । ধারনা করা হচ্ছে ঐ সময় নাকি বাংলাদেশের করোনা পরিস্থিত স্বাভাবিক হয়ে আসবে। আর এই সংবাদ শোনার পর অনেক শিক্ষার্থীদের মাঝেই চাপা ক্ষোভ বিরাজ করছে! কেননা, বর্তমানে বাংলাদেশে সরকারি হিসেবে করোনা আক্রান্তের মোট সংখ্যা ২৭১৮৮১ জন। মোট মৃত্যু ৩৫৯১ জন । যা বর্ধনশীল। এরই মাঝে দেশের স্বনামধন্য বহু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মৃত্যু বরন করেছেন। যেমন করোনাভাইরাসে আক্রান্ত ...

বাংলাদেশ তবে কিসের ভূমিকায়?

Image
  পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এর মতে "বাংলাদেশ এর উন্নয়ন মানেই ভারতের উন্নয়ন। "(দৈনিক যুগান্তর - ৮ আগস্ট ২০২০)  তো ব্যাপার হচ্ছে, গতবছর এই তিনিই কিন্তু আরেকটা কন্ট্রোভার্সিয়াল বক্তব্য দিয়েছিলেন, যে -- "ভারত বাংলাদেশ এর সম্পর্ক স্বামী স্ত্রী এর মত "(দৈনিক প্রথম আলো - ০৯ ফেব্রুয়ারি ২০১৯) । তখন কৌতুহলী জনতার মনে প্রশ্ন ছিলো, তাহলে কে স্বামী আর কে স্ত্রী। এবার তাঁর বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে, কে স্বামী আর কে স্ত্রী!?  আমার কাছে তার বক্তব্য শুনে মনে হলো, বাংলাদেশ হয়ত স্বামীর ভূমিকায় আছে। আর ভারত হচ্ছে স্ত্রী। কেননা, "আমরা যা দিয়েছি সেটা ভারত সারাজীবন মনে রাখবে"। স্বামীর কষ্টে উপার্জিত উপার্জন দিয়ে তার স্ত্রীকে ভরিয়ে দেয় নানা কিছু দিয়ে। যা স্ত্রী সারা জীবন মনে রাখে। স্বামী গাধার খাটুনি খেটে স্ত্রীকে তার উপার্জনের সিংহ ভাগ দিয়ে দেয়। আর নিজের জন্য রাখে নাম মাত্র কিছু। এসব কিছুর মাধ্যমে নিমক হারাম স্ত্রী ভক্ত স্বামী নিজের পিতা-মাতার কথা ভুলে যায়। হয়তোবা কিছু দেয়, সেটা হয় নাম মাত্র। ঐ এত সব কথার মানে একটাই। ভারত হচ্ছে বাংলাদেশের স্ত্রী। কথিত এই ব্যাপা...