Posts

Showing posts from February, 2021

আমার ভাষা, আমার ভালোবাসা

Image
  ভাষার প্রতি ভালোবাসা শুধু এই এক দিনের জন্য না। সবসময়ের জন্য। মায়ের প্রতি ভালোবাসা শুধু মা দিবসে দেখিয়ে লাভ নেই। এটা সবসময় প্রকাশ করতে হয়। তেমনি, দেশ-ভাষাও মাতৃ তুল্য! ভালোবাসাটা সবসময়ই দেখাতে হয়। আমার আশেপাশে এমন অনেকেই আছেন, বাংলা-ইংলিশ মিলিয়ে কথা বলেন। তারা মনে করে এটা আধুনিকতা। কিন্তু আদতে এটা ভাষার অপমান ছাড়া আর কিছুই না। বাংলাদেশের বর্তমান বেতার গুলোর প্রায় অনেক বক্তারা বাংলা কম ইংরেজি বেশি বলেন। দুই একটা শব্দ বাংলায় বলে, বাকি সব ইংরেজি। তাদের কাছে ওটাই সেরা সংস্কৃতি। ওটাই আধুনিকতা। কিন্তু বাস্তবে ওটা ভাষার অপমান। আমরা তরুন প্রজন্ম আসলে এগুলোই দেখে বড় হয়েছি। তাই আমাদের ভাষার প্রতি মমত্ববোধটা কম। এর মূল কারন কি জানেন? এর মূল কারন হচ্ছে দেশে অবাধে ভিনদেশী সংস্কৃতির প্রবেশ। অথচ, এটা ভুলে গেলে চলবে না, ভাষার জন্য একমাত্র আমরা বাঙালিরাই প্রাণ দিয়েছি। এই বাংলাদেশের বীরেরাই রক্ত দিয়ে বাংলাভাষার মর্যাদা অক্ষুন্ন রেখেছে। অথচ, দেখুন কি হাল! এমনো অনেককে দেখেছি, যে প্রশ্ন করেছি বাংলায় আর উত্তর দেয় ইংরেজিতে। ব্যাপার দাড়ালো যে তারা ইংরেজিতে প্রচুর দক্ষ। এটা ভালো, কিন্তু এর মানে এই না যে ভ...

সূচীর পতন ও আমাদের লাভ-ক্ষতি

Image
 রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে আলোচনা শুরুর কয়েক মাসের মাঝে সুচি সরকার সামরিক জান্তার গ্যারাকলে পড়লো! যারা সূচির গ্রেফতারে খুশি হয়ে বাহবা দিচ্ছেন, তাদের বলি, লাভ খুব একটা হয় নাই। মায়ানমার আজীবন চীনের গোলাম। আর এবারও চীনের ইন্ধোনেই সেই অভ্যুত্থান। চীনের মধ্যস্ততায়ই রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়েছিল, আবার চীনের ইন্ধনে মায়ায়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সূচির পতন। আর রোহিঙ্গা প্রত্যাবাসন বাধাগ্রস্ত! বন্ধই বলতে পারেন। সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি! কেমন হবে? যদি মায়ানমারের সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে সরাতে মায়ানমার সেনাবাহিনী চীনের ইন্ধনে বাংলাদেশ সীমান্তে হামলা করে? এতে কিন্তু লাভ চীনেরই। কারন বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণ চীনের আদলে সাজানো, অপরদিকে মায়ানমার সেনাবাহিনীও চীনের আদলে সাজানো। চীনের অস্ত্র ব্যাবসা কিন্তু ভালোই জমবে। তাই, এবার বাংলাদেশের উচিত হবে পশ্চিমা দেশ গুলোর সাথে আলোচনা করে মায়ানমারের উপর বড় ধরনের অর্থনৈতিক স্যাংশন আরোপে চাপ দেয়া। চীন নির্ভরতা কমিয়ে পশ্চিমা দেশ গুলোর সাথে সখ্যতা বৃদ্ধি করা। বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই মায়ানমারের পরিস্থিতিতে নিজ...