আমার ভাষা, আমার ভালোবাসা
ভাষার প্রতি ভালোবাসা শুধু এই এক দিনের জন্য না। সবসময়ের জন্য। মায়ের প্রতি ভালোবাসা শুধু মা দিবসে দেখিয়ে লাভ নেই। এটা সবসময় প্রকাশ করতে হয়। তেমনি, দেশ-ভাষাও মাতৃ তুল্য! ভালোবাসাটা সবসময়ই দেখাতে হয়। আমার আশেপাশে এমন অনেকেই আছেন, বাংলা-ইংলিশ মিলিয়ে কথা বলেন। তারা মনে করে এটা আধুনিকতা। কিন্তু আদতে এটা ভাষার অপমান ছাড়া আর কিছুই না। বাংলাদেশের বর্তমান বেতার গুলোর প্রায় অনেক বক্তারা বাংলা কম ইংরেজি বেশি বলেন। দুই একটা শব্দ বাংলায় বলে, বাকি সব ইংরেজি। তাদের কাছে ওটাই সেরা সংস্কৃতি। ওটাই আধুনিকতা। কিন্তু বাস্তবে ওটা ভাষার অপমান। আমরা তরুন প্রজন্ম আসলে এগুলোই দেখে বড় হয়েছি। তাই আমাদের ভাষার প্রতি মমত্ববোধটা কম। এর মূল কারন কি জানেন? এর মূল কারন হচ্ছে দেশে অবাধে ভিনদেশী সংস্কৃতির প্রবেশ। অথচ, এটা ভুলে গেলে চলবে না, ভাষার জন্য একমাত্র আমরা বাঙালিরাই প্রাণ দিয়েছি। এই বাংলাদেশের বীরেরাই রক্ত দিয়ে বাংলাভাষার মর্যাদা অক্ষুন্ন রেখেছে। অথচ, দেখুন কি হাল! এমনো অনেককে দেখেছি, যে প্রশ্ন করেছি বাংলায় আর উত্তর দেয় ইংরেজিতে। ব্যাপার দাড়ালো যে তারা ইংরেজিতে প্রচুর দক্ষ। এটা ভালো, কিন্তু এর মানে এই না যে ভ...