আমার ভাষা, আমার ভালোবাসা

 ভাষার প্রতি ভালোবাসা শুধু এই এক দিনের জন্য না। সবসময়ের জন্য। মায়ের প্রতি ভালোবাসা শুধু মা দিবসে দেখিয়ে লাভ নেই। এটা সবসময় প্রকাশ করতে হয়। তেমনি, দেশ-ভাষাও মাতৃ তুল্য! ভালোবাসাটা সবসময়ই দেখাতে হয়। আমার আশেপাশে এমন অনেকেই আছেন, বাংলা-ইংলিশ মিলিয়ে কথা বলেন। তারা মনে করে এটা আধুনিকতা। কিন্তু আদতে এটা ভাষার অপমান ছাড়া আর কিছুই না।

বাংলাদেশের বর্তমান বেতার গুলোর প্রায় অনেক বক্তারা বাংলা কম ইংরেজি বেশি বলেন। দুই একটা শব্দ বাংলায় বলে, বাকি সব ইংরেজি। তাদের কাছে ওটাই সেরা সংস্কৃতি। ওটাই আধুনিকতা। কিন্তু বাস্তবে ওটা ভাষার অপমান। আমরা তরুন প্রজন্ম আসলে এগুলোই দেখে বড় হয়েছি। তাই আমাদের ভাষার প্রতি মমত্ববোধটা কম। এর মূল কারন কি জানেন? এর মূল কারন হচ্ছে দেশে অবাধে ভিনদেশী সংস্কৃতির প্রবেশ। অথচ, এটা ভুলে গেলে চলবে না, ভাষার জন্য একমাত্র আমরা বাঙালিরাই প্রাণ দিয়েছি। এই বাংলাদেশের বীরেরাই রক্ত দিয়ে বাংলাভাষার মর্যাদা অক্ষুন্ন রেখেছে। অথচ, দেখুন কি হাল! এমনো অনেককে দেখেছি, যে প্রশ্ন করেছি বাংলায় আর উত্তর দেয় ইংরেজিতে। ব্যাপার দাড়ালো যে তারা ইংরেজিতে প্রচুর দক্ষ। এটা ভালো, কিন্তু এর মানে এই না যে ভাষার চর্চায় বাংলা পরিহার করে অন্য ভাষাকে বেশি প্রাধান্য দিতে হবে। দেশের চাকরির ক্ষেত্রে ইংরেজি ভাষার অত্যাবশ্যকীতার পাশাপাশি শুদ্ধ বাংলা জানারও বাধ্যবাধকতা থাকা উচিত। কারন, এ দেশ ভাষার দেশ। এদেশেই ভাষার জন্য প্রাণ দিতে হয়েছে।
যে আমরা রাষ্ট্রভাষা উর্দু ভাষা না হয়ে বাংলা ভাষার জন্য প্রাণ দিলাম, সেই আমরাই আজ হিন্দি পরিষ্কার ভাবেই হিন্দি বলতে পারি! ব্যাপারটা কেমন? আসলে এটা আমাদের দোষ না। দেশে ভারতীয় ঐতিহ্যের অবাধ বিচরন, টিভি গুলোতে ভারতীয় অনুষ্টান বেশি প্রচারই আজ এই হাল করেছে। আমরাও আজ ভারতীয় অনুষ্ঠানের প্রতি বেশি আসকত হয়ে পড়েছি। বাংলাদেশি অনুষ্ঠান আমাদের খুব একটা ভালো লাগে না। দেশে আজ এমন হাল হয়েছে যে জাতীয় দিবস গুলোতেও হিন্দি গান বাজানো হয়। অনেক জায়গায় তো এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও ভারতের হিন্দি গান নয়তো ডিজে গান বাজানো হবে। আগেও হয়েছে। কারন বর্তমানে এটাই দেশের আধুনিক ঐতিহ্য। এটাকেই আমরা সাদরে গ্রহন করেছি।
এটা সত্য যে আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, আবার এটাও সত্য যে আমাদের সংস্কৃতিকে আমাদেরই ধরে রাখতে হবে। আমাদের ভাষার মর্যাদা আমাদেরই অক্ষুন্ন রাখতে হবে। এই দায়িত্বও আমাদেরই। আজকের এই শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।
-- আমরা তোমাদের ভুলবো না--

Comments

Popular posts from this blog

Nest js

Malware Analysis

Internet Computer (ICP) - Blockchain