Posts

Showing posts from April, 2021

মোড়ল নাজেহাল

Image
ভারতের অর্থনীতি আজ ধ্বংসের মুখে। এর কারন, মোদি ও তার সমর্থকের বিদ্বেষ। দুর্বল ও গাজাখোরি কুটনৈতিক সম্পর্ক ও বিভিন্ন স্টেপ। আজব উচ্চাভিলাষী চিন্তাভাবনা।  যেই রাশিয়ার সাপোর্টে ভারত আজ পরাশক্তি, সেই রাশিয়াকে বাদ দিয়ে আমেরিকা ও ইজরায়েলের দালালি করে এই ভারত। টার্গেট মুসলিমদের পরাস্ত করা। স্বাধীনতা রক্ষায় সামরিক শক্তির বিকল্প নেই। কিন্তু, এই সময়ে জনগণের দিকেও নজর দেয়া উচিত। এই বছর কিন্তু ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরো কমবে এবং এই ক্ষতি আগামী ৫ বছরেও পূরন হবে না। দিনশেষে একটা শিক্ষামূলক সত্য কথা হলো, জনগণের অনুভূতি নিয়ে ক্ষমতায় আসা অযোগ্য শাসক দিয়ে দেশ কোনদিন উন্নতি লাভ করতে পারে না। এই মোদির আমলেই কিন্তু ভারত বাংলাদেশ থেকে দুর্বল হয়েছে। এমনকি পাকিস্তান থেকেও গরিব দেশ হচ্ছে ভারত।  খালি সামরিক সরঞ্জাম কিনলেই ধনি হওয়া যায় না।.... যত আবেগ নিয়া চলবে, ততই ধংস হবে।

নচ্ছার হেফাজত!

Image
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমকে দেশের সর্বস্তরের জনগণ মেনে নিতে পারেনি। তাই গত ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে জুম্মার নামাযের পর কঠোর আন্দোলন হয় যার নেতৃত্বে ছিলো হেফাজতে ইসলাম। যার পরিপ্রেক্ষিতে অনেক মানুষ প্রাণ হারায়। তাদের মাঝে আলেমের সংখ্যা বেশি। যার ফলশ্রুতিতে ১ দিনের হরতালও ডাকে তারা। সেই সময়ের পর থেকে সরকার ও হেফাজতে ইসলাম দুইজন দুই মেরুতে অবস্থান করছে। এর কিছুদিন পর হেফাজতে ইসলামের অত্যন্ত জনপ্রিয় নেতা মামুনুল হক সাহেবের সাথে এক বিশাল ঘটনা ঘটে যায়। সোনার গাঁ হোটেলে তার দ্বিতীয় স্ত্রীর সাথে পাকড়াও করে সরকার দলীয় নেতাকর্মীরা। যা নিয়ে শুরু হয় বিতর্ক। কেউ কেউ বলে এটা নাকি হানিট্র্যাপ আবার কেউ বলে এটা তার দ্বিতীয় বউ। আসল ব্যাপার নিজেই পরিষ্কার করে মামুনুল হক। তিনি বলেন এটা তারই দ্বিতীয় বউ। সব মিলিয়ে মামুনুল হক সাহেবকে নিয়ে এক প্রকার অস্বস্তিতে পড়ে হেফাজতে ইসলাম।  দেখা যাচ্ছে অনেক দেশীয় ইসলামিক সংস্থা তার উপর ভালোই ক্ষেপেছে। অনেকে তাকে ভালোই ব্লেম দিচ্ছে, কেন তিনি এমন করলেন। আবার ইসলামে চার বিয়ে করা জায়েজ। এটা সুন্নত। কিন্তু দেশীয় মিডিয়ার বিভিন্ন প্রচারে জনগণ...