মোড়ল নাজেহাল


ভারতের অর্থনীতি আজ ধ্বংসের মুখে। এর কারন, মোদি ও তার সমর্থকের বিদ্বেষ। দুর্বল ও গাজাখোরি কুটনৈতিক সম্পর্ক ও বিভিন্ন স্টেপ। আজব উচ্চাভিলাষী চিন্তাভাবনা। 

যেই রাশিয়ার সাপোর্টে ভারত আজ পরাশক্তি, সেই রাশিয়াকে বাদ দিয়ে আমেরিকা ও ইজরায়েলের দালালি করে এই ভারত। টার্গেট মুসলিমদের পরাস্ত করা। স্বাধীনতা রক্ষায় সামরিক শক্তির বিকল্প নেই। কিন্তু, এই সময়ে জনগণের দিকেও নজর দেয়া উচিত। এই বছর কিন্তু ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরো কমবে এবং এই ক্ষতি আগামী ৫ বছরেও পূরন হবে না।


দিনশেষে একটা শিক্ষামূলক সত্য কথা হলো, জনগণের অনুভূতি নিয়ে ক্ষমতায় আসা অযোগ্য শাসক দিয়ে দেশ কোনদিন উন্নতি লাভ করতে পারে না। এই মোদির আমলেই কিন্তু ভারত বাংলাদেশ থেকে দুর্বল হয়েছে। এমনকি পাকিস্তান থেকেও গরিব দেশ হচ্ছে ভারত। 

খালি সামরিক সরঞ্জাম কিনলেই ধনি হওয়া যায় না।.... যত আবেগ নিয়া চলবে, ততই ধংস হবে।

Comments

Popular posts from this blog

DevSecOps - Beginners guide

The Cloud Is More Vulnerable Than You Think

DSA