ট্রান্সজেন্ডার আন্দোলনঃ একটি বিকৃত মন-মানষিকতার বহিঃপ্রকাশ
আসলে আমি দিনকে দিন অবাক হচ্ছি যে মানুষ আধুনিকতার নামে কতটা নিচে নামতে শুরু করেছে। এবার সমকামিতার সমার্থক শব্দ মানে ট্রান্সজেন্ডার দেশে প্রবেশ করেছে! শুধু প্রবেশই করেনি, খুললাম খুল্লা ভাবে চলাচল করার জন্য নাকি একবারে আন্দোলন শুরু করেছে। সত্যিই বিষয়টা ভাববার বিষয়! এই ধরনের নোংরামির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করতে হবে এবং আমি আমার এই লেখার মাধ্যমে সেটাই জানাচ্ছি। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এমন বিষয়কে সমর্থন করতে পারে না - পারে না - পারে না। আপনি জানেন ট্রান্সজেন্ডার কি? অনেকে এর উত্তরে বলবেন হিজড়ারাই ট্রান্সজেন্ডার। আদতে কিন্তু তা নয়। ট্রান্সজেন্ডার একপ্রকার মানষিক বিকৃতি, যা যেকোন ভাবেই হোক মানুষের ভেতরে প্রবেশ করে। আমি অনলাইনে স্টাডি করে যা দেখলাম, ট্রান্সজেন্ডার একপ্রকার হিপোক্রেসি ছাড়া আর কিছুই না। এদের সাথে হিজড়াদের গুলাবেন না। ওরা আলাদা। একজন ডাক্তারের আর্টিকেল থেকে নেয়াঃ " হিজড়া আর ট্রান্সজেন্ডার কোনোভাবেই এক নয়। এই দুই শ্রেণির মধ্যে রয়েছে আকাশ-পাতাল পার্থক্য। মেডিকেলের পরিভাষায় হিজড়াদের লিঙ্গকে বলে ইন্টারসেক্স। এই লিঙ্গের মানুষেরা হারমাফ্রোডাইট নামেও পরিচিত। এদের শরীরে গঠনগতভা...