Posts

Showing posts from January, 2024

দাদা বিশ্বাস করেন, আমরাই পরিবর্তন হবো না!

Image
  ইদানিং বাংলাদেশে মহামাড়ির মতো এই ট্রান্সজেন্ডার সমস্যা ছড়িয়ে পড়েছে। আর এই ব্যাধি ছড়াতে কিছু মানুষ ভাইরাস-ব্যাকটেরিয়ার মতো আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। কিছু ইউটিউবার, নাম নিয়েই বলি... মজার টিভির মাহসান স্বপ্ন। সে সরাসরি এই সমকামিতাকে উষ্কে দিচ্ছে। ভারতে গিয়ে লেইম ভিডিও বানায় আর বাংলাদেশে এগুলো প্রচার করে! আর সেই প্রচারক দের সমর্থকদের তালিকায় সরাসরি যুক্ত হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়!!! সতিই এই ব্যাধির বিরুদ্ধে সবারই সোচ্চার হওয়া উচিত। এখন কিভাবে সোচ্চার হবো? আন্দোলন করে না হোক, বয়কটের মাধ্যমে তো করাই যেতে পারে! তাই না? কিন্তু দেইখেন, আমার দেশের ফেসবুক বাঙ্গালীরা ঠিকই ফেসবুকের নিউজফিড কাঁপায় দিলেও বাস্তবে তারা ঠিকই তাদের সন্তানদের ব্র্যাকে ভর্তি করাবে। ব্র্যাকের কোয়ালিটি আছে, হেনতেন বলে ভর্তি করাবে। আরে ভাই, কোয়ালিটি আমরা মানে ছাত্ররা নির্ধারণ করি প্রতিষ্ঠান না। কিছু উদাহরণ দেই, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা রকেট বানাচ্ছেন। একদম নতুন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির স্টুডেন্টস দেখলাম মাইক্রোসফটে জব পেয়েছে! আরেক নতুন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ...

মুহাম্মদ বিন সালমান কি ঠিক করলেন?

Image
  মদিনা মনোয়ারার মাটিতে প্রথম কোন হিন্দু প্রবেশ করলো। করুক এতে সমস্যা নেই। আমাদের ঐতিহ্য তারা দেখলো। দেখে যদি হেদায়েত প্রপ্ত হয় তবে ক্ষতি কি? এরচেয়েও বড় কথা মসজিদুল হারাম ব্যাতীত অন্য কোন মসজিদে বিধর্মীদের প্রবেশে বাধা নেই। তবে বাধা কোথায় জানেন? শালীনতায়! একটা ভিডিও দেখলাম, সেখানে ভারতের বিজেপির এক মন্ত্রী নাম স্মৃতি ইরানি মসজিদে নববী পরিদর্শনে গিয়েছে। যেতেই পারেন, সৌজন্য সাক্ষাৎ! সমস্যা নেই। আর মসজিদে নববী বিধর্মীরা ভ্রমণ করতে পারবে কি না এই বিষয়ে আমার কোন হাদিস জানা নেই। জানা থাকলে আমাকে জানাবেন। তবে এতে তার লাভ কি সেটা কেউ জানে না। যেখানে মুসলিম বিদ্বেষী সরকার বিজেপির মদিনা মনোয়ারা ভ্রমণে আমার কাছে বিশেষ কোন তাৎপর্য নেই। তবে আমি লিখতে বসেছি অন্য একটা কারনে!!! ভিডিওতে দেখলাম হাফপ্যান্ট পড়ে এক লোক মদিনা মনোয়ারা পরিদর্শন করছে। সাথে আরব শায়েখরা ছিলেন। তারা প্রতিবাদও করলো না। যেদিক দিয়ে হাটছিলো তার খুব কাছেই পবিত্র রওজা মুবারক আর জান্নাতুল বাকী। এখন বিধর্মীদের কাছে এই মদিনা মনোয়ারার বিশেষ মর্যাদা নাই থাকতে পারে, তবে মুসলিম লেবাস ধারী শায়েখদের তো থাকা উচিত ছিলো। তারা তো দেখালেন না! এত...

Sniffing - Monitor the network

Image
  Sniffing is capturing data through netwrk. It basically means the monitoring process of the network. We can recognize hosts, services, device types, protocols, subnets, ip addresses, etc on the network. With a good sniffer we can easily capture any protocol even though it doesn't recognize. For example wireshark supports thousands of protocol. You will be astonished that even an encrypted data can be sniffed. But you can't read them. To read those data, either you need secret keys or manually decrypt using different algorithm.  How sniffing works? Sniffing app puts the the device network interface into promescuse mode.   The app starts capturing all traffic that reaches the interface, regardless of who it's destined for. You can stop the capture at any time and: - Filter the results based on protocol, port, IP address, or payload key word - Perform some analysis on the traffic - Recreate entire TCP conversations - Recreate certain file types - Save the captured tra...

DevSecOps - Beginners guide

Image
  DevSecOps is the combination of development, securities and operations. It's an approaches that imposes the security practices and processes into the entire software development lifecycle. It should be applied on planning and coding stages to testing, deployment and on going operations. After all this will work on the whole development process.  Why DevSecOps needed? With the rapid pace of software development and deployment organizations needed the secured platform to develope the software and then deploy. Without slowing down the process, the DevSecOps is needed to perform all the tasks altogether. That's why DevSecOps is needed. How it works? It works in 4 ways. They are:  1. Collaboration 2. Automation 3. Continuous Security 4. MOnitoring You can relate this topic with DevOps. But the difference is the Security. Benefits of DevSecOps: The two main benefits of DevSecOps are speed and security. Development teams deliver better, more-secure code faster, and, therefore,...

Malware Analysis

Image
  Malware analysis is the process of studying a malware sample to determine the origin of malware, it's functionality and potential impact. This is one of the major part of the cyber security field. When you will detect malware, you must need to analyze this so that you can protect your system from this malware. You will get several malwares for analysis on the internet. I will share some sample sites for you. Remember, this can be dengerous for your system, so do analysis into virtual machine.  The sites are:  - github.com/vxunderground/MalwareSourceCode/ - Virustotal.com (accessing samples requires a VT Enterprise subscription) - Malware-traffic-analysis.net - zeltser.com/malware-sample-sources/ Techniques in Malware analysis: There are three types of malware analysis. Static analysis, Dynamic analysis, Hybrid analysis. Static Analysis: This is also known as code analysis. You can analyze this without running by this method. - Analyze binaries without actually running t...