২৯ এপ্রিল ২০২০ এ পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার প্রসঙ্গে

অনেক দিন ধরেই ইউটিউব, ফেসবুকে দেখছি ২৯ এপ্রিল ২০২০ এ মহাকাশ থেকে একটি এস্টেরয়েড পৃথিবীতে আছরে পড়বে, তাতে মানব অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ফেসবুক, ইউটিউবে চলছেই। নাসা নাকি ডিক্লিয়ার দিয়েই দিয়েছে, এটা নাকি পৃথিবীতে আছরে পড়বেই। খুব টেনশনে পড়ে গেলাম। কিছু জানার আগেই এভাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিভাবে কি? যাক, পরে জিনিসটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম। ঘাটাঘাটির পর যা জানলাম, তার জন্য আমি একটুকও প্রস্তুত ছিলাম না। তো, সেটাই লিখছি বিশদ ভাবে। ২৯ এপ্রিল ২০২০ এ যে এস্টেরয়েডটা পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা আছে, সেটার নাম হচ্ছে 1998 OR2। এর ব্যাস ৪.১ কি.মি। মানে মাউন্ট এভারেস্টের অর্ধেক। এটি ৩২০০০ কি.মি (প্রতিঘন্টা) গতিতে এগিয়ে চলেছে। তো এটা যদি পৃথিবীতে আছরে পড়ে, তবে সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে এটাই স্বাভাবিক। পারমেডিয়ান পিরিয়ডে ডাইনোসর বিলুপ্ত হয়েছিলো এই চিক্সিলুপ নামের একটি এস্টেরয়েড পৃথিবীতে পড়ার জন্য। এটি 1997 OR2 এর চেয়ে ছোট ছিলো। কিন্তু এরপরেও চিক্সিলুপ থেকে এত পরিমান শক্তি নির্গত হয়েছিলো, যার দ্বারা পৃথিবীকে ধ্বংস করে ফেলা সম্ভব ছিলো। আর 1997 OR2 এত বিশাল। এটি পৃথিবীতে আছরে পড়লে কি হতে পা...