করোনার উপসর্গ ধরতে পারার একটি ঘরোয়া পদ্ধতি

আপনি কি করোনায় আক্রান্ত?
.
মাত্র ১০ সেকেন্ডের পরীক্ষায় বুঝা যাবে আপনি করোনায় আক্রান্ত কি না। মূলত, করোনায় আক্রান্ত হলে প্রথম প্রথম এর উপসর্গ গুলো বুঝা যায় না। কিন্তু, যখন বুঝা যায় তখন অনেক দেরি হয়ে যায়। ফুসফুস প্রায় অনেকটাই বিকল হয়ে যায়। প্রায় ৫০ ভাগ ফাইব্রোসিস হয়ে যায় ফুসফুসে। তাই শুরুতেই স্টেপ নেয়া উচিত! আর স্টেপ নিতে হলে প্রথমে বুঝতে হবে যে আপনি করোনায় আক্রান্ত কি না।

কেউ করোনায় আক্রান্ত কি না, এটা জানার জন্য তাইওয়ানের বিজ্ঞানীরা একটা পদ্ধতি আবিষ্কার করেছেন। এটার সাহায্যে ঘরে বসেই কেউ বুঝতে পারবে, যে সে করোনায় আক্রান্ত কি না। পদ্ধতিটি হচ্ছে -- প্রতিদিন সকাল বেলা যখন কেউ ঘুম থেকে উঠে, তখন লম্বা করে শ্বাস  নিয়ে ১০ সেকেন্ড আটকে রাখতে হবে। এসময় যদি তার ফুসফুসে অসস্তি লাগে এবং সাথে হাল্কা কাশি উঠে, বুঝতে হবে ফুসফুসে ইনফেকশন আছে। বিলম্ব না করে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে হবে। আর যদি এরকম কিছু না হয়। তবে সমস্যা নেই। আপনি সুস্থ আছেন।
আপাতত এটাই হচ্ছে করোনার প্রাথমিক উপসর্গ বুঝার পদ্ধতি। তবে সাবধনতার বিকল্প নেই। বিশেষত, মুখ ও খাদ্যনালী শুকনো রাখা যাবে না। এর জন্য বেশি বেশি পানি পান করতে হবে।

সুস্থতা আল্লাহর অশেষ নিয়ামত। আমাদের সবাইকে আল্লাহ এই করোনার হাত থেকে রক্ষা করুক এবং যারা আক্রান্ত হয়েছে তাদের সুস্থ করে দেক। আমিন।

Comments

Popular posts from this blog

Nest js

The Cloud Is More Vulnerable Than You Think

Internet Computer (ICP) - Blockchain