Posts

Showing posts from September, 2020

ধর্ষণ - এর প্রতিকার কি?

Image
সম্প্রতি দেশে ধর্ষণ বেড়ে যাওয়ার প্রশ্নে সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ছুড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখার কথা বলেছেন। প্রশ্ন রেখেছেন, কোন জায়গায় ধর্ষণ নেই? এমন কোনো দেশ নেই ধর্ষণ হয় না! (যুগান্তর - ২৯ সেপ্টেম্বর ২০২০)। স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রশ্নটা কেন করেছেন সেটা জানি না। শুধু এইটুকুই জানি ধর্ষণ বেড়ে যাওয়ার প্রশ্নে উনি পাল্টা সাংবাদিকদের এই প্রশ্ন করেছেন। এখন এই প্রশ্নের মাধ্যমে ধর্ষকদের ধিক্কার জানানো হয়েছে না ধর্ষন বেড়ে যাওয়ার প্রশ্নে উনি বিরক্ত হয়েছেন তা আমার বোধগম্য নয়। আবার দেশের বর্তমান দুর্বল আইনের পক্ষে সাফাই গাওয়ার লক্ষেও বলেছেন কি না জানি না। কিছু একটা হবে হয়তো। সেটা আমাদের কারোর কাছেই পরিষ্কার না। তবে তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে ধর্ষকদের বিচার হবে। যাই হোক...... কথা বলছিলাম ধর্ষণ নিয়ে। আসলে এই বিষয়টা নিয়ে বলে লাভ হবে না জানি, কিন্তু সিলেটের গৃহবধুর উপর ঘটে যাওয়া ঐ নৃশংস ঘটনার পর আসলে না লিখে পারলাম না। দেশের আজ কি হাল ভাবুন! মানুষ কত অসহায়! স্বামীকে আটকে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ! আহ! কি নৃশংস! কি জঘন্য! এরকম জঘ...

তিস্তা নিয়ে সম্ভাব্য রাজনীতি

Image
  চীনের সাথে করা বাংলাদেশের তিস্তা প্রজেক্ট বাংলাদেশ, ভারত ও চীন এই তিনটি দেশের কাছেই খুব গুরুত্বপূর্ণ। প্রথমত বাংলাদেশের জন্য বেশি দরকার। কারন উত্তরাঞ্চলে মরুকরণ প্রক্রিয়া শুরু হয়েছে পানির অভাবে। আর চীনের জন্যও গুরুত্বপূর্ণ। কারন চীন এটাকে ভারতের গলা চেপে ধরার জন্য ব্যাবহার করতে পারে। আর ভারত চীনের ভয়ে এটাকে বানচালের চেষ্টা করবেই। কারনটা বলছি.... রংপুরের এদিকেই ভারতের শিলিগুড়ি করিডর। এর মাধ্যমে ভারতের অরুণাচল প্রদেশ কে যুক্ত করেছে। আর এই করিডর এলাকা মূলত চিকেন নেক হিসেবেই পরিচিত। এরপর আছে নেপাল ও ভূটান। আবার ঐদিকেরই একটা বিতর্কিত এলাকা আছে, যাকে চীনের ডকলাম প্লে বলা হয়। এই ডকলাম মূলত ভূটানের হলেও চীন এটাকে দখল করে নেয়। এই ডকলাম সীমান্ত ভারতের সিক্কিম এর কাছাকাছি। চিকেন নেক হতে ডকলাম প্লে খুব দূরে না। আবার এই সিক্কিমেও কিন্তু চীনেত দাবি আছে। আর ডকলামে নিরাপত্তার জন্য চীন সর্বদা সেনা মোতায়েন করে রাখে। এখন তিস্তা চুক্তিতে চীন ১ বিলিয়ন ডলার ঋণ দেবে এটা নিশ্চিত এবং এই প্রজেক্টও চীন হ্যান্ডেল করবে। যা আমাদের জন্য সুখকর হলেও ভারতের জন্য দুঃস্বপ্ন। যার জন্য কিছুদিন আগে শ্রিংলা বাংলাদেশ সফ...

দুনিয়া সৃষ্টির পূর্বে আল্লাহ কি করছিলেন? আর এই প্রশ্ন করা কি জায়েজ?

Image
শুরু করার আগে বলেনেই, যেহেতু এটা ইসলামিক গবেষণামূলক লেখা সেহেতু এটা একটু বড় হতে পারে। ধৈর্য নিয়ে পড়ার অনুরোধ রইলো।  আমাদের অনেকের মনেই প্রশ্ন আসে, এই দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ কি করেছিলেন? নাস্তিকরা তো এই প্রশ্ন করে একবারে আকাশে ভাসে। কারন আমার আপনার মতো সাধারণ মুসলিম কোনদিনও এটার উত্তর দিতে পারবে না। অতঃপর তাদের পাল্লা ভারি হবার সম্ভাবনা আরো বেড়ে যায়। কিন্তু, একবার যদি গভীর ভাবে এটা নিয়ে ভাবুন, উত্তর পেয়ে যাবেন। কারন স্বয়ং আল্লাহ বলেছেন - “সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি তাঁর দাসের প্রতি এই কিতাব (আল কুরআন) অবতীর্ণ করেছেন এবং এতে তিনি অসঙ্গতি  রাখেননি।” - (আল কুরআন, সুরা কাহফ ১৮ : ১)। এবার আসা যাক মূল প্রসঙ্গে..... পবিত্র কোরআনে আল্লাহ বলেন -- "বলুন - তোমরা কি তাঁকে অস্বীকার করবে যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দুই দিনে আর তোমরা তাঁর সমকক্ষ দাঁড় করাতে চাও? তিনি তো জগতসমূহের প্রভু। তিনি ভূপৃষ্ঠে অটল পর্বতমালা স্থাপন করেছেন এবং তাতে রেখেছেন কল্যাণ এবং চার দিনে ব্যবস্থা করেছেন খাদ্যের - যাঞ্চাকারীদের জন্য সমভাবে। অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ। অতঃপর তিনি ওটা...