ধর্ষণ - এর প্রতিকার কি?
সম্প্রতি দেশে ধর্ষণ বেড়ে যাওয়ার প্রশ্নে সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ছুড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখার কথা বলেছেন। প্রশ্ন রেখেছেন, কোন জায়গায় ধর্ষণ নেই? এমন কোনো দেশ নেই ধর্ষণ হয় না! (যুগান্তর - ২৯ সেপ্টেম্বর ২০২০)। স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রশ্নটা কেন করেছেন সেটা জানি না। শুধু এইটুকুই জানি ধর্ষণ বেড়ে যাওয়ার প্রশ্নে উনি পাল্টা সাংবাদিকদের এই প্রশ্ন করেছেন। এখন এই প্রশ্নের মাধ্যমে ধর্ষকদের ধিক্কার জানানো হয়েছে না ধর্ষন বেড়ে যাওয়ার প্রশ্নে উনি বিরক্ত হয়েছেন তা আমার বোধগম্য নয়। আবার দেশের বর্তমান দুর্বল আইনের পক্ষে সাফাই গাওয়ার লক্ষেও বলেছেন কি না জানি না। কিছু একটা হবে হয়তো। সেটা আমাদের কারোর কাছেই পরিষ্কার না। তবে তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে ধর্ষকদের বিচার হবে। যাই হোক...... কথা বলছিলাম ধর্ষণ নিয়ে। আসলে এই বিষয়টা নিয়ে বলে লাভ হবে না জানি, কিন্তু সিলেটের গৃহবধুর উপর ঘটে যাওয়া ঐ নৃশংস ঘটনার পর আসলে না লিখে পারলাম না। দেশের আজ কি হাল ভাবুন! মানুষ কত অসহায়! স্বামীকে আটকে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ! আহ! কি নৃশংস! কি জঘন্য! এরকম জঘ...