ঈমানি সীমাবদ্ধতা (পর্বঃ খৃষ্টধর্ম-১)
আলহামদুলিল্লাহ। আসসালাতু আসসালামু আলা রাসুলিল্লাহ। ঈমানি সীমাবদ্ধতা নামের এই পর্বে আমরা বিভিন্ন ধর্মের বিশ্বাস সম্পর্কে জানতে পারবো। যুগে যুগে মানুষ শয়তানের ধোকায় পড়ে বিপথে গেছে। আল্লাহ ব্যাতীত বিভিন্ন দেব-দেবির পূজা শুরু করেছে। আর যা হচ্ছে প্রকাশ্য শিরক। আর মহান আল্লাহর সাথে শিরক করা হচ্ছে শিরকে আকবার। যা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। অবশ্য, তাওবা করে ইসলামে দাখিল হলে সেটা আলাদা কথা। তখন কি হবে সেটা আল্লাহই ভালো জানেন। আমার লেখার বিভিন্ন পর্বে খৃষ্টান ধর্মালম্বীর ঈমানের কিছু বুনিয়াদি বিভিন্ন বিষয় সম্পর্কে জানবো। তাদের বিশ্বাস, ভ্রান্ত ধারনা, তাদের ধর্মের বিভিন্ন সীমাবদ্ধতা সম্পর্কে লিখবো ইনশাআল্লাহ। বিশেষত বাইবেল রচনা ও এর বিভিন্ন সীমাবদ্ধতা এবং তাদের বিশ্বাসের কিছু ভুল এবং কোরঅান হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ ও আল্লাহর পক্ষ থেকে আসা শ্রেষ্ঠ বাণী, এই বিষয়ে লিখবো ইনশাআল্লাহ। খৃষ্টান ধর্মালম্বীরা বিশ্বাস করে হযরত ঈসা (আ.) হচ্ছেন আল্লাহর সন্তান (নাউযুবিল্লাহ)। আর তাদের ধর্মগ্রন্থ হচ্ছে বাইবেল। বাইবেল এর দুটি অংশ। একটি "ওল্ড টেস্টামেন্ট " এবং আরেকটি "নিউ টেস্টামেন্ট"। খৃ...