ভারত কি হিন্দু রাষ্ট্র?

না,
ভারত হিন্দু রাষ্ট্র নয়। ভারত অসাম্প্রদায়িক রাষ্ট্র। ভারতের সম্পূর্ণ নাম Republic Of India বা, প্রজাতন্ত্র ভারত। তো, ভারত বলতে আমরা মুসলিম বিদ্বেষী একটি দেশ হিসেবে চিনি, যাদের অধিকাংশই হিন্দু। হিন্দু বলতে হিন্দু দেশ হিসেবে দাবি করে! লজ্জাজনক হলেও, আমার দেশেও কিছু আজন্ম নিমকহারাম আছে, যারা প্রকাশ্যে দেশের বিরোধিতা করে ভারতকে সমর্থন করে। অথচ ভারতযে নিজের প্রভাব এর ফায়দা নিয়ে দেশটাকে শুষে খাচ্ছে, সেদিকে তাদের ভ্রুক্ষেপ নেই। তারা, ভারতকে ভালোবাসে ধর্মীয় সম্প্রীতির নামে! কি সম্প্রীতি? "আমি হিন্দু, ভারতীয়রাও হিন্দু"..... আর হিন্দু হিন্দু ভাই ভাই।
.
আচ্ছা! ভারত কি আদৌ হিন্দু রাষ্ট্র!?
.
না হে...... ভারতের এমন অনেক রাজ্য আছে, যেখানে হিন্দু জনসংখ্যা বাংলাদেশের চেয়েও কম।
.
একটি লিস্ট দেই.... বুঝতে পারবেন!
.
১. মনিপুর - ৪৬.০১%
২. পাঞ্জাব - ৩৬.৯৪%
৩. অরুনাচল - ৩৪%
৪. জম্মু ও কাশ্মীর - ২৯% (মুসলিম অধ্যুষিত)
৫. মেঘালয় - ১৩% (খৃষ্টান অধ্যুষিত)
৬. নাগাল্যান্ড - ৭% (মুসলিম অধ্যুষিত)
৭. লাক্ষাদ্বীপ - ৩% (মুসলিম অধ্যুষিত - আরব সাগরের তীরবর্তী কেন্দ্রশাসিত রাজ্য)
৮. মিজোরাম - ৩%
--- জনসংখ্যার শতকরা হার উইকিপিডিয়া থেকে নেয়া।
.
তো ব্যাপার হলো...... ভারতে হিন্দু বেশি মানলাম। কিন্তু পুরা ভারত তো আর হিন্দু রাষ্ট্র না। ভারতের অনেক রাজ্যে হিন্দুর চেয়ে অন্য ধর্মের জনসংখ্যা বেশি। এরপরেও বাংলাদেশের কিছু মানুষের ভাব দেখলে, হারিপিত্তি জ্বলে যায়। তারা হলো এমন একটি জাত, যারা কি না দেশের উন্নয়ন নিয়ে হাসাহাসি করে। ১৯৭১ সালে রাজাকার আলবদর দেশের স্বাধীনতার জন্য ঠিক যতটা ভয়াবহ ছিলো, ঠিক তেমনি হাতে গুনা কিছু আছে..... এরাও দেশের জন্য ক্ষতিকারক। আর, এর চেয়েও বড় লজ্জা যে আমরা এদের অনেককেই উচ্চাসনে বসিয়ে রেখেছি। যার ফলে দেশের নিরাপত্তা জনিত অনেক গোপন তথ্য ভারতে পাচার হচ্ছে।
.
সেদিন প্রথম আলোতে পড়লাম, এক বাঙালি পুলিশ অফিসার গোপন তথ্য ভারতে পাচারের দায়ে গ্রেফতার। আবারো..... এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা " *** হাজার কোটি টাকা" নিয়ে ভারতে চম্পট। এরা কারা? এরা তারাই..... যারা দেশের খেয়ে দেশের পরে দিন শেষে ভারতে গিয়ে পারি জমায়। তারা দেশ মাতৃকাকে নিজের ভাবতে পারে না! আর তাদের মাঝেও একটা ধারণা বদ্ধমূল - "বাঙালি মুসলমানরা ভারতকে সহ্য করতে পারে না! কারন ভারত হিন্দু রাষ্ট্র। " -- তাদের বিশ্বাসেরই গোড়ায় গলদ। ভারত কোনদিনই হিন্দু রাষ্ট্র নয়। ভারত হলো অসাম্প্রদায়িক রাষ্ট্র।
.
আর হিন্দু রাষ্ট্রের কথা বললে বলতে হবে নেপালের কথা! আমরা বাঙালিরা তো নেপালকে ঘৃণা করি না। নেপালের ৮৭% হিন্দু। গোটা নেপাল হিন্দু রাষ্ট্র। নেপালকে ঘৃণা করিনা অথচ ভারতকেই ঘৃণা কেন? আরো মজার ব্যাপার কি জানেন? এই নেপালের সাথেও ভারতের বর্তমান সম্পর্ক খুবই শীতল। তাদের সাথে চীনের সম্পর্ক ভালো। অথচ নেপাল হিন্দু রাষ্ট্র।
.
ভারতের বিরুদ্ধে সীমান্তবর্তী কোন কোন দেশ আছে? -- পরাশক্তি চীন, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান! আর দ্বিমুখী ভাবে আছে মায়ানমার, শ্রীলঙ্কা! আর আমার বাংলাদেশি সরকার সরাসরি ভাবে ভারতের দালালি করে আসছে।
.
এই এত বিরোধিতা কেন? তাদের চোরামি মনোভাব, আছে বেশিমাত্রায় প্রভাব দেখানোর মনোভাব। চরম আগ্রাসী মনোভাব। আর এদের কিছু বর্বর জনগোষ্ঠী। আমার খুব ইচ্ছা ভারতে গিয়ে নিজের চোখে দেখতে, যে এরা ঠিক কতটা বর্বর। সুযোগ হলে অবশ্যই সেটা আমার জাত ভাইদের সহায়তায় হবে।
.
এত কিছু লেখার একটাই কারন। এদের নজিরবিহীন মুসলিম নির্যাতন।
.
যাই হোক.... বাংলাদেশি ভারতপ্রেমী দের উদ্দেশ্যে বলি -- "দেশকে ভালোবাসুন। নেপালকে দেখে শিখুন। আপনাদেরই ধর্মের তারা! অথচ, নিজেদের দেশ, অধিকারকে আগে প্রাধান্য দেয় তারা। দেশের সঙ্গে গাদ্দারি করে না এরা। নেপালের কথা বাদ দিন, এই দেশেই অনেক আছে। যারা দেশকে ভালোবাসে। মুষ্টিমেয় কয়েকজনের জন্য সবাইকে দোষ দেয়া ঠিক হবে না।" সৃষ্টি কর্তা মুষ্টিমেয় কয়েকজন, আপনাদের বুঝার তৌফিক দান করুক। আমিন।

Comments

Popular posts from this blog

DevSecOps - Beginners guide

The Cloud Is More Vulnerable Than You Think

DSA