করোনা নিয়ে ধোয়াসা

নয়ন চ্যাটার্জির একটা ব্যাপার দেখলাম, উনি করোনাকে খুব সাধারণ ভাবে নিচ্ছেন। এই যেমন গতকাল উনি নিউইয়র্ক এর সাথে বাংলাদেশের তুলনা করলেন। সে দেশে ৫০ তম দিনে ১৫ হাজারের মতো মৃত্যু হার আর আমাদের দেশে ১৫০ এর মতো। নয়ন চ্যাটার্জি কে চেনেন তো? একজন অনলাইন ব্লগ রাইটার। অনলাইনে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্লগ রাইটার দের একজন।

তো, উনি কি জানেন না? বাংলাদেশে ধামাচাপার খেলা চলে! প্রতিদিন করোনার উপসর্গ নিয়ে কি পরিমান মানুষ মরছে বাংলাদেশে! আমেরিকা নিজেরা র‍্যাপিড কিট বানায়ে প্রথমেই ১০ লাখের মতো টেস্ট করেছে, যার ফলাফল স্বরুপ আক্রান্তের হার ৫০ গুণ বেড়ে গেছে। অপর দিকে বাংলাদেশে সরকারের জন্য লস প্রজেক্ট হওয়ায় তালবাহানা করে বাদ দেয়া হয়েছে। বলে কি না বিশ্বের কোন দেশই এই র‍্যাপিড কিট ব্যাবহার করে নাই, এমন কি আমেরিকাও না। যা একটা চরম মিথ্যা কথা। কারন --  https://bit.ly/2KCSLMe।

টেস্ট হয় কত ভাই? আক্রান্তের হার আটকানো গেছে মানে? প্রতিদিনই তো জ্যামিতিক হারে বাড়ছে। আর মৃত্যুর ঐ সংখ্যাটা নিয়ে প্রশ্ন করে আমি নিজে বিপদে পড়তে চাই না। তবে সংখ্যা ল্র ব্যাপারটা প্রায় সবাই বুঝতেসে। সবই ধামা চাপার খেলা।

আরো একটা ব্যাপার। এতোদিন চাল চোরদের খবর পেতাম আমরা। রমযানের বরাতে এটাও চাপা পড়ে গেছে। সামনে কি হবে কে জানে!

Comments

Popular posts from this blog

Nest js

Malware Analysis

Internet Computer (ICP) - Blockchain