কাসেম সোলাইমানি হত্যা ও কাটমোল্লাদের সন্তোষ

খারাপ লাগে, যখন দেখি মুসলিম সেনাপতি বিধর্মী কর্তৃক হত্যার ঘটনা দেখেও অনেক মোল্লা বলে "আলহামদুলিল্লাহ "। -- এরা কারা জানেন??? এরা সেই মোল্লা, যারা নিজের স্বার্থের জন্য ধর্মকে ব্যাবহার করে। এরা সেই মোল্লা, যারা ইহুদি-খৃষ্টানের পা চেটে নিজেদের স্বার্থ সিদ্ধি করে, আর নিজেদের আহলে হাদিস বলে দাবি করে।
.
এসব মোল্লাদেরাই কাশ্মীরের গণহত্যার বেলায় যখন বাংলার মানুষ প্রতিবাদ মুখর..... তখন এরা বলতো " তোমার কি ভায়া? তোমারে তো আর মারতেসে না"। এরা সেই মোল্লা, যারা বলে "ধর্ম যার যার, উৎসব সবার"।
.
আসলে একটা ব্যাপার কি জানেন? -- বিশ্বে আজ মুসলিম নির্যাতন তুঙ্গে। আর এর প্রধান কারনই হচ্ছে এসব মোল্লা। ইহুদির সন্তান সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান.... যার পরোক্ষ ইন্ধোনে আজ ইরানের সেনাপতি " মেজর জেনারেল কাসেম সোলাইমানি" কে হত্যা করা হয়েছে। আপনি নিশ্চিত থাকতে পারেন। কাসিম সোলাইমানি হত্যায় সৌদির মদদ রয়েছে।
.
সত্যি বলতে কি!!!! আমাদের মুসলিমদের বিশ্ব নেতা, যাদের ভয়ে একসয় বিধর্মীরা তটস্ত থাকতো..... তাদের সবাইকেই হত্যা করেছে আমেরিকা। আর এই হত্যাকান্ডের পেছনে আরব আমিরাত ও সৌদির পরোক্ষ ও শক্তিশালী মদদ ছিলো। মুয়াম্মার গাদ্দাফি, সাদ্দাম হোসাইন, মুরসি প্রমুখ নেতাদের হত্যা আসলে বিধর্মীদের পাশাপাশি আমাদের মুসলিম নাম ধারী কাটমোল্লারা হত্যা করেছে।
.
আসলে.... আমরাই আমাদের ধ্বংস করছি। আর বিধর্মীরা এর ফায়দা লুটছে। যাক.... বেশি কথা বলবো না। বলে লাভ ও নেই। খারাপ লাগলো। যখন মুসলিমরাই মুসলিমদের বিরোধিতা করে। এরা হয়ত জানেনা, এই কাসেম সোলাইমানির জন্যই মধ্যপ্রাচ্যে মুসলিমদের শক্তিশালী প্রভাব ছিলো। অথচ কাটমোল্লারা তাঁর হত্যাকাণ্ডে বলে আলহামদুলিল্লাহ।
.
সত্যি কথা এটাই..... যতদিন না এসব কাটমোল্লারা ধ্বংস হচ্ছে, ততদিন মুসলিমদের উপর অত্যাচারের স্টিমরোল বন্ধ হবে না।

Comments

Popular posts from this blog

Nest js

Malware Analysis

Internet Computer (ICP) - Blockchain